পত্নীতলায় বাল্যবিয়ের চেষ্টাকালে তিনজনের কারাদণ্ড

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

পত্মীতলা প্রতিনিধি


নওগাঁর পত্মীতলায় বাল্যবিয়ের দেয়ার চেষ্টাকালে বিয়ের আসরে বর, বরের বাবা ও কনের বাবাকে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ২টার দিকে উপজেলার দূর্গাপুর গ্রামে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যামাণ আদালত জানা গেছে, গতকাল বেলা ২টার দিকে উপজেলার ঘোষনগর ইউপির উত্তর দূর্গাপুর গ্রামে একটি বাল্যবিয়ের আসরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চকজয়রাম গ্রামের বর ইউসুফ আলী (২৪) ও বরের বাবা খাদেমুল ইসলাম (৫০) এবং কনের বাবা হরুন আর রশিদ (৪০) প্রত্যেকের এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। কনে শাপলা বানু (১৪) এ বছরই ৮ম শ্রেণিতে উঠেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, বাল্যবিয়ের দেয়ার প্রস্তুতির জন্য কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বর, বরের বাবা ও কনের বাবা প্রত্যেকের এক মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। পতœীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন জানান, আসামিদের নওগাঁ জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।