শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পত্নীতলা প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার হয়েছে। জানা যায়, উপজেলার পাটিচরা ইউনিয়নের পশ্চিম পাটিচরা গ্রামের আত্রাই নদী সংলগ্ন স্থান থেকে রাস্তা চলার পথিমধ্যে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আঁধারের মধ্যে ওই এলাকার বাসিন্দা মৃত কিনু মণ্ডলের ছেলে সামসুল আলম (৪০) একটি সাপের উপর পা দেয়। পরে ওই সাপটির কবল থেকে বাঁচতে এলাকাবাসী মেরে ফেলেন। পরদিন গতকাল শনিবার সকাল থেকে স্থানীয় এলাকাবাসী দেখার জন্য অনেকেই ছুটে আসেন। এলাকার কেউ সাপটির নাম বলতে পারেননি। এলাকাবাসীর ধারণা, সাপটি পার্শ্ববতী দেশ ভারত থেকে বাংলাদেশে চলে আসছেন।