শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পত্নীতলা প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বিশ্ব বন্যপ্রাণি দিবস উপলক্ষে এক র্যালি বের করা হয়। গত শুক্রবার সকালে পত্নীততলা উপজেলা জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটি (বিসিক) ও বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর আয়োজনে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার, পত্নীতলা এর কারিগরি সহায়তায় ‘বন্যপ্রাণি সংরক্ষণে তরুণদের কণ্ঠে-কণ্ঠ মিলাই’- এই প্রতিপাদ্য সামনে রেখে পতœীতলা উচ্চবিদ্যালয় থেকে শুরু হয়ে বাজারে এসে শেষ হয়। বিসিক সভাপতি শ্রী সুমন শীলের নেতৃত্বে র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর পক্ষে মহাদেবপুরের পাখি গবেষক মনসুর সরকার, পতœীতলা থানা এসআই খোরশেদ আলম, সমাজসেবক আনোয়ার হোসেন, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সহসভাপতি মাসুদ রানাসহ শিক্ষার্থীরা।