পত্নীতলায় মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


পত্নীতলায় জাতীয় কর্মসূচির আলোকে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, থানা ওসি মোজাফফর হোসেন প্রমুখ। এসময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।