পত্নীতলায় মোটরসাইকেল ও ফেন্সিডিলসহ গ্রেফতার এক

আপডেট: জুলাই ২০, ২০১৭, ১২:৫৫ অপরাহ্ণ

পত্নীতলা প্রতিনিধি


নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেল ও ২০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেল ও ২০ বোতল বোতলসহ পার নওগাঁ মধ্য পাড়ার মৃত বেলায়েত হোসেনের ছেলে শাহ আলমকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহার ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত শাহ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার আটককৃতকে নওগাঁ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ