বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল ধাক্কায় বিশিষ্ট দর্জি ব্যবসায়ী জসিম উদ্দিন (৭৫) নিহত হয়েছে। উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড সাপাহার সড়কের সাবেক সোনালী ব্যাংক এর সামনে রাস্তা পারাপারের সময় গত সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত জসিম উদ্দিন জেলার মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রহিমাপুর গ্রামের বাসিন্দা ও পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সদস্য এবং নজিপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুলের পিতা। উল্লেখিত স্থানে মোটরসাইকেল সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ব্যক্তিকে প্রথমে উপজেলা সদর সরকারি হাসপাতালে ভর্তি করান।
পরে অবস্থার অবণতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এ.জেড মিজান।