পত্নীতলায় মৎসচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ণ

পত্নীতলা প্রতিনিধি:


পত্নীতলায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে এনএটিপি-২ এর আওতায় মঙ্গলবার উপজেলার প্রদর্শনী সিআইজি সমিতির সদস্যদের মাঝে মাছের পোনা, পিলেট খাবার ও সাইন বোর্ড বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৎস উপকরণ বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল চৌধুরী প্রমুখ।