পত্নীতলায় সমাজসেবা দিবস উদযাপন

আপডেট: জানুয়ারি ২, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় ‘সমাজসেবায় গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ইউএনও টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার। এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার (অতিঃ) শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার খালিদ সাইফুল্লাহ, থানা ওসি মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ প্রমুখ।