পত্নীতলায় সোনালী ধানের উৎসবে মেতেছে চাষীরা

আপডেট: মে ১৩, ২০২৩, ১১:২০ অপরাহ্ণ

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা:


শস্য ভান্ডারখ্যাত উত্তরের বরেন্দ্রভূমি জেলা নওগাঁ। নওগাঁর পত্নীতলা উপজেলার মাঠে মাঠে কেউ কাটছেন ধান, কেউ বাঁধছেন ধানের আঁটি। কাঁধে করে কেউ বা মনের সুখে বেসুরো গান গাইতে গাইতে আঁটি নিয়ে ফিরছেন বাড়ি। কেউ কেউ মাড়াই করছেন ধান। যেদিকে তাকাই, শুধু ধান আর ধান!

চলতি বোরো ধান কাটার মৌসুমে পত্নীতলা উপজেলার মধ্যে অন্যতম বড় ধানের মাঠ আমাইড় ইউনিয়নের দুধকুড়ি মাঠ। যার দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার এবং প্রস্থ প্রায় আড়াই কিলোমিটার। বাম্পার ফলনে খুশি দুধকুড়ি মাঠ সংলগ্ন কুন্দন, হরিপুর, শিমুলিয়া, লালাপুর, ডাসনগর ও শেরপুর গ্রামের চাষীরা। এদিকে কৃষকের পাশাপাশি উদয়াস্ত ব্যস্ত সময় পার করছেন কিষাণীরাও।

উপজেলার আমাইড় ইউনিয়নের হরিপুর গ্রামের চাষী মোহাম্মদ আলী, ঘোষনগর ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের চাষী তরিকুল ইসলাম শাওন, নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের চাষী মুকুল হোসেন, মাটিন্দর ইউনিয়নের শাশইল মধ্যপাড়ার চাষী রমজান আলীসহ অন্যান্য গ্রামের চাষীরা জানায়, ‘এবছর ফলন ভালো হয়েছে। ধানের দামও বেশি। তাতে আমরা খুশি।’

উল্লেখ্য, প্রতিবছর ধান কাটার মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিকরা এখানে আসেন। এর মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ ও বগুড়া অন্যতম। বর্তমানে এলাকায় ৬০ শতাংশ ফসলের বোরো ধান কর্তন করা হয়েছে বলে চাষীরা দাবি করেন।