শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
পত্নীতলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় স্থগিত হওয়া ৪টি ইউনিয়নের ৫ কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রগুলো হচ্ছে কৃষ্ণপুর ইউপিতে একটি, ঘোষনগরে দুইটি, আকবরপুরে একটি ও পত্নীতলায় একটি।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৫ম ধাপে নির্বাচনে উপজেলার ১১টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বচনী সহিংসতা ও বিশৃঙ্খলার কারণে উপর্যুক্ত চার ইউপির ৫টি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখে উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ৪র্থ ও ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রে আগামী ৭ ফেব্রুয়ারি পুনঃরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। ভোটের দিন পর্যন্ত পর্যাপ্ত আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন। আমরা আশা করি, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে।