শনিবার, ২০ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
নারায়ণগঞ্জে পবিত্র ইদুল ফিতরের দিন পুরাতন পত্রিকা বিক্রি করতে দেখা গেছে প্রতি পাতা ৪০ টাকা করে। তাও মানুষ কিনেছে এবং দ্রুত সেই পত্রিকা শেষ হয়ে গেছে।
মঙ্গলবার (৩ মে) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ইদগাহ ময়দানের বাইরে ঈদের নামাজের পূর্বে এ পত্রিকা বিক্রি করতে দেখা গেছে।
শুনতে অবাক হলেও, এটিই সত্যি। দেরিতে আসায় অনেকে ইদগাহে ভেতরে জায়গা পাননি। ফলে ইদের নামাজের সারি চলে আসে মূল সড়কে। সেই নামাজের সারি জামতলা পর্যন্ত দীর্ঘ হয়। বাড়ি থেকে অনেকেই আনেননি জায়নামাজ নিয়ে। ফলে নামাজে দাঁড়াতে সড়কের উপর কিছু বিছানোর জন্য এসব পত্রিকা কিনেছেন মুসল্লিরা।
আলী আকবর জানান, তাড়াহুড়া করে আসায় জায়নামাজ আনতে পারিনি। এখানে কিছু যুবক পত্রিকা ও জায়নামাজ বিক্রি করছে। জায়নামাজ ১০০ থেকে ৫০০ টাকা আর পত্রিকার পাতা ৪০ টাকা। এক পাতা কিনেছি এতেই নামাজ হয়ে গেছে।
পত্রিকার পাতা বিক্রেতা আনাস মিয়া জানান, পত্রিকার পাতা ৪০ টাকা করে দিচ্ছি, মানুষ নিয়ে নামাজ পড়ছেন। ইদের দিন একটু লাভের আশায় ঘর থেকে এসব পত্রিকা দ্রুত এনে বিক্রি করছি। মোট ২০০ পাতা ছিল।
তথ্যসূত্র: বাংলানিউজ