পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

আপডেট: জুন ২০, ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভুটভুটি সংঘর্ষে জসিম (৩৭) নামে একজন নিহত হয়েছেন।
জানা যায়, শুক্রবার (২০ জুন) সকালে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসীন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচড়াকান্দা (চড়পাড়া) গ্রামের আলী ওসমানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে বৃষ্টি চলাকালীন সময়ে নজিপুর অভিমুখী আমের খালি ক্যারেট বোঝাই একটি পিকআপ এবং বদলগাছী অভিমুখী মাছবাহী একটি খালি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ঘটনাস্থল থেকে পিকআপ চালক ও ভুটভুটি চালককে ফায়ার সার্ভিস উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পিকআপ চালাককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রাসেদুর রহমান জানান, খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার পিকআপ চালককে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।