শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
পতœীতলা প্রতিনিধি
নওগাঁর পতœীতলায় অ্যাসিড দগ্ধ নারীর পুনর্বাসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় প্রথম আলো ট্রাস্ট্র আয়োজিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক প্রথম আলো ট্রাস্ট্র এর প্রোগ্রাম ম্যানেজার ফেরদৌস ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য দেন নজিপুর মহিলা ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি বিভাগের প্রভাষক আনিসুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক শিরিন সুলতানা, দৈনিক প্রথম আলোর নওগাঁ জেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নজিপুর মহিলা ডিগ্রি কলেজের ¯œাতক দ্বিতীয় বর্ষের অ্যাসিড দগ্ধ শিক্ষার্থী শামিমা আক্তার (খুশি), ওই কলেজের ছাত্রী নিশাত জান্নাত, রিভা খাতুন, শারমিন আক্তার প্রমুখ।