পতœীতলায় ঐতিহাসিক ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৬, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

পতœীতলা প্রতিনিধি


নওগাঁর পতœীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চকজয়রাম সড়ক সংলগ্ন মাঠে এক বিরাট ঐতিহাসিক ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় ধামইরহাট-পতœীতলা ঘোড়া মালিক সমিতির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মতিবুল ইসলাম (বুলু মহুরী) সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা বাবু নির্মল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ইছাহাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, থানার ওসি আজিম উদ্দীন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান প্রমুখ। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, উপজেলা আ’লীগের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামসুল হক ও সাংগঠনিক সম্পাদক শ্রী টগর মন্ডল,  নজিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি বাবু নিকুঞ্জু বিহারী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। খেলাটি পরিচালনা করেন ধামইরহাট-পতœীতলা ঘোড়া মালিক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম ও ভাষ্যকারে ছিলেন দেওয়ান বাদল।
ঐতিহাসিক ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয় লাভ করেন ধামইরহাটের কৃতি সন্তান ও নওগাঁ জেলার একমাত্র নারী প্রতিযোগী তাসলিমা খাতুন (১৪)। খেলাটি প্রায় ১০ হাজার দর্শক উপভোগ করেন।