পতœীতলায় ধান খেতে ইঁদুরের উপদ্রব

আপডেট: নভেম্বর ২০, ২০১৬, ১২:০০ পূর্বাহ্ণ

পতœীতলা প্রতিনিধি
নওগাঁর পতœীতলা উপজেলায় মাঠে মাঠে আমন ধান পেকেছে কিছু ধান আধা-পাকা আছে । ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। কিন্তু ধান খেতে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ধানের জাতগুলো হলো, স্বর্ণা, জিরা, পারিজা, বি-ধান (৩৪, ৪৭, ৪৯, ৫১, ৫২, ৫৭) বিনা-৭, হাই ব্রিডের মধ্যে- এরাইজ, ধাণী গোল্ড, স্থানীয় চিনি আতব ধান উল্লেখযোগ্য। যে সব এলাকার জমি নিচু, সেখানে ইঁদুরের আক্রমণ তুলনামূলক বেশি হচ্ছে।
উপজেলার বেশ কয়েকটি গ্রামের ধান খেত ঘুরে দেখা গেছে, ইঁদুরের উপদ্রব  থেকে ধান রক্ষা করতে খেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে (পুঁতে) তাঁতে পলিথিন টাঙিয়েছেন চাষিরা। অনেকে আবার খেতের চারপাশে ইঁদুর মারার ফাঁদ (কল) তৈরি করে রেখেছেন। উপজেলার মাটিন্দর ইউপির শাশইল গ্রামের চাষি বকুল কবির জানান, এবার সাত বিঘা জমিতে আমন চাষ করেছেন তিনি। এখন ধান পুরো পেকে গেছে। এ অবস্থায় খেতে ইঁদুরের উপদ্রব দেখা দেওয়ায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন। ওষুধ ছিটিয়েও কোন লাভ হচ্ছে না। ইদুর তাড়াতে তিনি খেতের মধ্যে পলিথিন বেঁধে দিয়েছেন। বাতাসে কাগজ উড়লে পটপট শব্দ হয়। সেই শব্দ শুনে ইঁদুর পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এ বিষয়ে জানতে চাইলে পতœীতলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার জানান, ইঁদুর দমনের জন্য উত্তম উপায় হলো, খেতে এমন কিছু ব্যবস্থা করা যাতে সর্বক্ষণ শব্দ হয়। এতে খেতে ইঁদুরের আক্রমন অনেক কম হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ