পতœীতলায় মাদকসেবীর কারাদ-

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৭ পূর্বাহ্ণ

পতœীতলা প্রতিনিধি
নওগাঁর পতœীতলায় এক হেরোইন সেবী যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদ- দেয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার চকনিখীন মোড়ে থেকে তাকে হেরোইন সেবন কালে আটক করা হয়।
থানা ও ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গতকাল  সকাল ৯ টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চকনিখীন মোড়ে অভিযান চালিয়ে হেরোইন সেবন কালে হতেনাতে উপজেলার ঘোষনগর ইউনিয়নের চকশ্রীপুর গ্রামের এনামুল হকের  ছেলে মনিরুজ্জামান মনিরকে (২৪) আটক করে পুলিশ। পরে আটককৃত মনিরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে হেরোইন সেবনের দায়ে মনিকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।