বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
পতœীতলা প্রতিনিধি
নওগাঁর পতœীতলায় এক যুবক মাদক নেশার কবল হতে বাঁচতে নিজেই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট আত্মসমর্পণ করেছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে সেচ্ছায় ইউএরও’র কার্যালয়ে আসেন মাদকাসক্ত যুবক শফিকুল ইসলাম (২৬)।
ওই যুবক নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতের চিন্তা মাথায় রেখে মাদক সেবন আর কখনো করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। তিনি উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নের চক গোবিন্দ ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে। পরে ইউএনও মো. আবদুল মালেক ওই মরণ নেশার কবল থেকে সুস্থ্য জীবনে ফিরে আসায় মহৎ কাজের জন্য সাধুবাদ জানায় ও শফিকুল ইসলাম (২৬) এর কথামতো তাকে দুইমাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
এ বিষয়ে পতœীতলা থানার ওসি মো. আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরণ নেশার কবল হতে নিজেকে বাঁচাতেই সেচ্ছায় ইউএনও নিকট আত্মসমর্পণকারী যুবক শফিকুলকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।