পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে এনজিও কর্মির, মৃত্যুর সঙ্গে লড়ছেন ম্যানেজার

আপডেট: জুন ২১, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মমিন ইসলাম এক এনজিওকর্মী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এসময় গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন টিএমএসএস এর ম্যানেজার মো. শরিফুল ইসলাম। শনিবার (২১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার জোনাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমিন ইসলাম রংপুর জেলার বাসিন্দা ও টিএমএসএস-এর জোনাইল শাখার মাঠকর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, টিএমএসএস-এর জোনাইল শাখা যা প্রবাসীদের পাঠানো অর্থসহ নানা আর্থিক সেবা প্রদান করা হয়। শনিবার সকালে ওই শাখার ম্যানেজার শরিফুল ইসলাম ও মাঠকর্মী মমিন ইসলাম একটি লোনের গ্রাহকের বাড়ি পরিদর্শনের জন্য মোটরসাইকেল যোগে রওনা দেন। এসময় জোনাইল বাজার এলাকায় পৌছিলে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারায় এবং মোটরসাইকে থাকা অপরজন আহত হয় । বিষয়টি বড়াই গ্রাম থানার ওসি মোঃ গোলাম সারোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী রিপন জানান, পথিমধ্যে এক পথচারী হঠাৎ রোড পার হতে গেলে, তাকে বাঁচাতে গিয়ে চালক মমিন ইসলাম মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই প্রাণ হারান মমিন ইসলাম। পেছনে বসা ম্যানেজার শরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার খবরে জোনাইলসহ পুরো বড়াইগ্রাম উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে তার সহকর্মীরা নিহত মমিন ইসলামের রূহের মাগফিরাত কামনা করছেন এবং ম্যানেজার শরিফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ