পদত্যাগ করলেন কেজরিওয়াল, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী

আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১:৪৮ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ ঘোষণার দু’দিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল আম আদমি পার্টি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করা হয়েছে আপের তরফে। নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের বিষয়ে এদিন দিল্লির রাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে বৈঠক হয় কেজরিওয়ালের। এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেজরিওয়াল। দলের বিধায়কদের সঙ্গে বৈঠক হয়। তারপর ঘোষণা করা হয় অতিশীর নাম।

(বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক।

তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ