পদ্মায় গোসলে নেমে স্কুল শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু

আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পদ্মায় গোসলে নেমে স্কুল শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) বিকেল চারটার দিকে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার হাড়ুপুর নবগঙ্গা ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস একটি ডুবুরি দল।

পদ্মায় এর আগে দুপুর একটার দিকে গোসলে নেমে তলিয়ে যায়। নিহতরা হলেন-রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬)। সে এ বছর রাজশাহী কোর্ট অ্যাকাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। অপরজন একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)। সে পেশায় থাই মিস্ত্রি।

রাজশাহী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, অতিরিক্ত গরমের কারণে দুপুরে কয়েকজন একসঙ্গে নদীতে গোসলে নামে। এসময় বাপ্পি ও মনির ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি নিয়ে অভিযান চালিয়ে বিকেল চারটার দিকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান পুলিশ মরদেহ বুঝিয়ে দেবে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ