শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরে অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি নিয়ে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মার্চ) ভোরে উপজেলার লক্ষীপুর পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের জায়গায় ওই ঘটনা ঘটে। এঘটনায় বালু কাটার ফ্লোটারের ড্রাইভার ও হেলপার গুলিবিদ্ধ হয়েছে। তবে তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
এলাকাবাসি ও স্থানীয় ইউপি সদস্য ঝন্টু বলেন, গুলি বর্ষণের শব্দে আতংক হয়েপড়েন স্থানীয়রা। এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সদয় হস্তক্ষেপ কামনা করা হয়। এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাছিম আহমেদ বলেন, রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে।
ভোরে একটা পক্ষ বালুর ট্রাক নামাইতে গেলে অপর পক্ষ বাধাঁ দিছে। সেখানে এই ধরনের কোন ঘটঁনা বা অভিযোগ পাওয়া যায়নি।