পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিকের জেল

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১১:৪০ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ট্রাক্টর মালিকের এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মনাকষা-বিনোদপুর আঞ্চলিক সড়কের বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ তাকে হাতেনাতে আটক করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উজিরপুর-বাবুপুর গ্রামের হাসান আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, পদ্মা নদী থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করেছে- এমন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বনকুল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় উজিরপুর সাত্তার ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাবার সময় বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুবায়ের হোসেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ