সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের পাঙ্গাস মাছ। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে চকরাজাপুর পদ্মা নদীতে মাছটি পেয়েছেন জেলে কহিনুর রহমান। কহিনুর রহমান পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসকালী চরের আম বাগান এলাকার রশিদ শেকের ছেলে। মাছটি এক হাজার টাকা কেজি হিসেবে ১৩ হাজার টাকায় স্থানীয়রা ক্রয় করেছেন।
এ বিষয়ে জেলে কহিনুর রহমান বলেন, আমি পেশায় একজন জেলে। প্রতিদিন নৌকা ও জাল নিয়ে মাছ ধরি। পদ্মা নদীতে মাছ ধরতে গেলে কমবেশি পাওয়া যায়। তবে কোন কোন সময়ে এর চেয়ে বড় মাছ ধরা পড়ে। মাছটির বাজার মূল্য ১৩ হাজার টাকায় স্থানীয় কয়েকজন মিলে ক্রয় করেছেন।