মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি :
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নাটোরে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করানো হয়। শনিবার (২৫) সকালে শহরের কানাইখালি মাঠ থেকে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কঘুরে জেলা পরিষদ অনিমা চৌধুরী অডিটোরিয়াম গিয়ে শেষ হয়।
ভাযাত্রায় পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন ফেস্টুনে ভরপুর ছিল। পরে অডিটোরিয়ামে বড় পর্দায় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান অংশগ্রহন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ,সাংবাদিক সুধিজন।