মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নওগাঁর পোরশায় আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার।
পোরশা থানা পুলিশের আয়োজনে একটি আনন্দ র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি আনন্দ র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল।