পদ্মা হাই ফ্লায়ার ক্লাব উদ্বোধন

আপডেট: মার্চ ৩১, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


নগরীর হাইটেক পার্ক সংলগ্ন সিলিকন রেস্টুরেন্টে অত্র অঞ্চলের যুব ও ছাত্র সমাজের উদ্যোগে পদ্মা ফ্লায়ার ক্লাব উদ্বোধন অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। শুকবার (৩১ মার্চ) বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে পদ্মা ফ্লায়ার ক্লাব উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। সভাপতিত্ব করেন পদ্মা ফ্লায়ার ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন শফিকুল ইসলাম শফিক, তাজিমুল হক, আল মামুন রাব্বুল। সঞ্চালনায় পদ্মা ফ্লায়ার ক্লাব সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ তুষার। রাসিকের এক থেকে আট নং ওয়ার্ড হড়গ্রাম, দামকুড়া ও হরিপুর ইউপি সমুহের আংশিক এলাকার নিজ বাড়িতে বা খামারে যাহারা কবুতর পালন করেন তাদের নিয়ে এই ক্লাব পরিচালিত হবে। কাউন্সিলর কামরু তার বক্তব্যে বলেন, কবুতর শান্তির প্রতীক। এই ক্লাব সমাজের শান্তি ও শৃংঙ্খলা রক্ষার্থে যথার্থ ভূমিকা রাখবে এবং অত্র এলাকার ঐক্য, সৃজনশীল ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ