পবায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট: মে ১৪, ২০২৫, ১১:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের তালগাছি গ্রামে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি ভাংচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এবিষয়ে মঙ্গলবার (১৩ মে) বড়গাছী ইউনিয়নের তালগাছি গ্রামের জমির উদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম বাদী হয়ে পবা থানায় নামীয় চারজনসহ অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আসামীরা জোরপূর্বক দখল করার অপচেষ্টা করে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সকালে আসামী তালগাছি গ্রামের মৃত আহম্মদের ছেলে মো. গাফ্ফার ও বাবলু ওরফে কাচু, মো. আসলামের ছেলে আশরাফুল, মো. রহমানের ছেলে পলাশসহ অজ্ঞাত ২০/২৫ জন শরিফুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। বাধা দিলে তারা মারধর করে। আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙচুর ও লুটপাটে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।

এবিষয়ে বড়গাছী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার ইব্রাহিম মোল্লা জানান, এই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা চলাকালে সম্পত্তির উপর কোন ধরনের স্থাপন নির্মাণ করা যাবে না। তবুও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শরিফুল জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করেছেন। এরই ফলশ্রুতিতে আজকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

বিবাদীর পক্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আসলে আমার দাদা শরিফুলদের ওই মাটিতে থাকতে দিয়েছিল। কথা ছিল একটি বাড়ি করে থাকতে যে টুকু জমি দরকার সেইটুকু। কিন্তু দাদা মারা যাওয়ার পরে তারা ভুয়া দলিল করে প্রায় ১৩ শতাংশ জমি দখলে রেখেছে। মৌখিকভাবে বারবার বলে সমাধা না হওয়ায় আমরা আদালতের আশ্রয় নিয়েছি। আদালতে রায় আমাদের পক্ষে থাকা সত্ত্বেও তারা কোনক্রমেই জমিটি ছাড়ে না। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও নতুন করে পুনরায় টিন দিয়ে ঘিরে রেখেছে। ভাংচুর দখল যেভাবে রটানো হয়েছে- আসলে তা নয়। পরবর্তীতে মামলা করার জন্য তারা নিজেরাই আরো বেশী করে ভাঙচুর করেছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বড়গাছী ইউনিয়নের তালগাছি এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। এবিষয়ে অভিযোগ তাঁরা পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ