পবায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


পবা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।

এর আগে,‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও র‌্যালি করা হয়েছে। এছাড়াও দিবস উপলক্ষ্যে উপজেলার চত্বরের সামনে দুর্নীতি দমন কমিশনের বাণী সম্বলিত ফেস্টুন টাঙানো হয়েছে।

এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম এন জহুরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং সততা সংঘের সদস্য অংশ নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version