পবায় আমান গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ১৮, ২০২৫, ৯:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কনকনে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। এসময় অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে, তাদের গরমের উষ্ণতা দিতে আমান গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

সেই লক্ষ্যে শনিবার (১৮ জানুয়ারি) বিকালে নওহাটা পৌরসভার মদনহাটি এলাকায় অবস্থিত আমান কোল্ডস্টোরেজ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এর আগে, সকাল ১১টায় নগরীর কাশিডাঙ্গা এলাকায় আমান গ্রুপের উদ্যোগে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান গ্রুপের পরিচালক মো. তরিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন- আমান গ্রুপের ডিজিএম আব্দুল বারী, আমান কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক জালাল উদ্দিন, সহকারি ব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন, আমান সিডস’র মার্কেটিং অফিসার গাজীউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন আমান কোল্ডস্টোরেজের কর্মকর্তা-কর্মচারি ও কম্বল প্রার্থী ব্যক্তিবর্গ।

এসময় আমান গ্রুপের পরিচালক মো. তরিকুল ইসলাম জানান, ‘রাজশাহীতে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কনকনে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। এসময় অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে, তাদের গরমের উষ্ণতা দিতে আমান গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এসব শীতার্ত অসহায় মানুষ যাতে শীতে কষ্ট না করে সেজন্য আমান গ্রুপের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ