রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
পবা উপজেলার আলীগঞ্জ মধ্যপাড়া এলাকাবাসীর আয়োজনে আলীগঞ্জ প্রিমিয়ার লিগের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় আলিগঞ্জ দারুস সুন্নাত আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, আলীগঞ্জ প্রিমিয়ার লিগে মোট আটটি দল অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ফাইনালে ভিশন কিং স্টার ১০ উইকেটে অন্তর নাইট রাইডার্স কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল গাফফার এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. শামীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. রেদোয়ানুল ইসলাম, আলিগঞ্জ দারুস সুন্নাত আলিম মাদ্রাসা অধ্যক্ষ নূর মোহাম্মদ খান, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মো. রবিউল ইসলাম, দুর্বার রাজশাহীর মিডিয়া ম্যানেজার মো. কাউছার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. হায়দার আলী, স্ট্যাম্প ভেন্ডার জর্জ কোট মো. হেদায়েতুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজমুল ইসলাম জনি, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক হোসেন, প্রথম শ্রেণীর ঠিকাদার মো. সুমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মাইনুল ইসলাম প্রমুখ।