রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ২৯ মে পবায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিন্দ্বন্দী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শুক্রবার (১৭ মে) বিকাল চারটায় পবার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। পবা পিস ফ্যাসিলেটেটর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পবা পিস অ্যাম্বাসেডর অধ্যাপক আশরাফুল হক তোতা। পবা পিএফজির কো-অর্ডিনেটর সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট এর রাজশাহী জেলা সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।
উপস্থিত থেকে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, চেয়ারম্যান প্রার্থী আ. রশীদ, চেয়ারম্যান প্রার্থী ডেভিড রিচার্ড মুর্মু, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম, মোঃ সারোয়ার আলম মানিক, প্রদীপ কুমার সাহা পিংকু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন। এসময় প্রার্থীরা আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার অঙ্গিকার করেন। উপস্থিত জনগণও অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সহযোগিতা এবং সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার শপথ করেন।
অনুষ্ঠানে পবা পিএফজির পিস অ্যাম্বাসেডর, পিএফজির উপদেষ্টা, সদস্য এবং পবার বিভিন্ন এলাকার ভোটারগণ অংশগ্রহণ করেন।