পবায় ‘এইচপিভি’ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট: অক্টোবর ২৪, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীর পবায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এরফলে জেলায় প্রায় এক লাখ শিক্ষার্থী পাবেন এইচপিভি টিকা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এইচপিভি টিকা প্রদানের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী সিভিল সার্জেন অফিসের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।

এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. আনোয়ারুল কবির, উপজেলা নির্বাহী অফিসার মো সোহরাব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক কুস্তুরী আমেনা কুইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবেয়া বসরী, সারভিলেস্ন মেডিকেল অফিসার ডা. আব্দুল মাতিন, জেলা ইপিআই সুপারেনটেন্ট মোসা. কুস্তুরী বেগম, নওহাটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামাণিক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এইচপিভি ক্যাম্পেইন বিষয়ে সার্বিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক। তিনি জানান, এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত। শিক্ষার্থীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে ‘এইচপিভি’ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

প্রাথমিকভাবে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। রাজশাহীতে ৯৯ হাজার ২৯৭টি টিকা দেওয়া হবে।

জরায়ুমুখ ক্যান্সারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তিনি বলেন, এ জরায়ু মুখের ক্যান্সারে বাংলাদেশে প্রতিবছর ৫ থেকে ১৩ হাজার নারী মারা যান। সারা পৃথিবীতে নারীর জরায়ুরমুখ ক্যান্সারে মৃত্যু বিবেচনায় এটি চতুর্থ সর্বোচ্চ৷ আরও ভয়ানক তথ্য হচ্ছে এটি বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। তবে নারীরা যদি এ টিকা দিতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে থাকবে। তাই সব নারীকেই টিকার আওতায় আনার লক্ষ্যে ‘এইচপিভি’ টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি চলমান রয়েছে। টিকা পেতে নিবন্ধন করতে হবে িি.িাধীবঢ়র.মড়া.নফ ওয়েবসাইটে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ