রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে পবার পারিলা ইউনিয়নে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। পারিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে হাট গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাঈদ আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, হাটগোদাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান সরকার, পারিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান, হাটরামচন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, পারিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান, পারিলা ইউনিয়ন পরিষদের সদস্য জাফর আলী ও জামাল উদ্দিন সরকার প্রমুখ।