শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পবায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান।
এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় বক্তব্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনএমএন জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা সমাজসেবা অফিস মো. জাহিদ হাসান, উপজেলা উইডিএফ ইউজিডিপি জাকিয়া সুলতানা, ইউসেফ স্কুলের প্রধান শিক্ষক তনিমা হক, শহীদ বুদ্ধিজীবী কলেজের শিক্ষার্থী মারুফ হাসান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সমন্বয় আসিফ আহমেদ আকাশ, ইউসেফ স্কুলের দশম শ্রেণির ছাত্র আমিন হোসেন, ছাত্র সমন্বয়ক মো. রাজু আহমেদ, ছাত্র সমন্বয়ক আল মামুন প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা বলেন- তরুণ প্রজন্মকে আত্মউন্নয়ন, পারস্পারিক সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে মূল্যবোধকে জাগ্রত করতে হবে। পাশাপাশি কারিগরি জ্ঞান ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। এর ফলে তরুণ প্রজন্ম তাদের সৃজনশীল উদ্দীপনা ও উদ্ভাবনী ভাবনার সঠিক প্রয়োগ ঘটাতে পারবে।