পবায় তিনটি এইচবিবি রাস্তার উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


পবায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে এইচবিবিকরণ দ্বিতীয় পর্যায়ের রাস্তা’ শীর্ষক প্রকল্পের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অংশগ্রহণকারী ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব রাস্তার দরপত্রের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান।

এই লটারি কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির।
এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহারসহ দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এইচবিবি এক কিলোমিটার রাস্তা তিনটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে- ৮৪ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা। উন্মুক্ত লটারিতে তিনটি রাস্তার দুইজন ঠিকাদার নির্বাচিত হন। বিজয়ী ঠিকাদার হলেন- প্রথম হিসেবে কাজটি পান কম্পারেটিভ স্টেটমেন্ট (সিএস) তালিকার ৩৮০ নং ক্রমিকে থাকা মেসার্স লাকী ট্রেডার্স। দ্বিতীয় হিসেবে রাস্তার কাজটি পান সিএস তালিকার ৫৩ নং ক্রমিকে থাকা প্রমিনেন্ট কনস্ট্রাকশন।

এক কিলোমিটারের রাস্তা তিনটি হলো- (১) হড়গ্রাাম ইউনিয়নের ছোটপুকুড়িয়া বদির জমি হতে বড়পুকুড়িয়া পাকা রাস্তা আবু সাঈদের জমি পর্যন্ত ৩৭৫ মিটার রাস্তায় এইচবিবি করণ। (২) হড়গ্রাম ইউনিয়নের আলীগঞ্জ বিশপুকুর পাকা রাস্তা হতে আলীগঞ্জ মধ্যপাড়া সাইদুরের বাড়ি পর্যন্ত ২৭৫ মিটার রাস্তায় এইচবিবি করণ। (৩) পারিলা ইউনিয়নের দিঘীর পারিলা রাস্তা হোসেনের বাড়ির নিকট হতে সাজিপাড়া রফিকুলের বাড়ি পর্যন্ত ৩৫০ মিটার রাস্তায় এইচবিবি করণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ