পবায় নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আপডেট: জুন ২৬, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান এবং মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং উপজেলা পর্যায়ে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে পরিচিতিপর্ব অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণীপেশার জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান এবং মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন, ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু।

এসময় উপস্থিত ছিলেন হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মন্জিল, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সাব্বির, হরিয়ান ইউপি চেয়ারম্যান জেবের আলী, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পারিলা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী মুরশেদ।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাসির, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএমএন জহুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুলতানুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রেহেনা আক্তার, সহকারী প্রোগ্রামার ব্যানবেইস ইসমোতারা খাতুন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাই দলমত নির্বিশেষে সকলের চেয়ারম্যান হিসেবে সুখে দু:খে পাশে থেকে সেবা ও কাজ করতে। এজন্য আমার প্রশাসনের সকল দপ্তরের এবং দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ