পবায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহীর পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়নের অন্তর্গত দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশ ও মতবিনিময় সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুল ইসলাম এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, দারুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা খাতুন প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্যবিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, নারী সমাবেশ ও মতবিনিময় সভার শুরুতে মাদক, বাল্যবিবাহ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।