শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পবা উপজেলায় পাইকপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠানে হয়েছে। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিন্দুর কুসুম্বী পাইকপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইয়াজ উদ্দিন মন্ডল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাভিশন টেলিভিশনের ধর্মীয় আলোচক বিশিষ্ট মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট মুফাসসিরে কুরআন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হযরত মাওলানা শরিফুল ইসলাম নোমানী।
এসময় পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার (সাবেক) মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মো. মোকবুল হোসেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়ারপোর্ট থানার আমীর মাওলানা মো. সুজাউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়ারপোর্ট থানার সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান সেক্রেটারী, প্রজেক্ট আর্কিটেক্ট গৃহায়ন ও গণপূর্ত রাজশাহীর এনলিস্টেড আর্কিটেক্ট (আরডিএ) ইঞ্জি. মো. মাহফুজুর রহমান, পবা উপজেলার দলিল লেখক মো. আনোয়ার হোসেন, রাজশাহী জেলা পরিষদের (সাবেক) সদস্য মো. মোফাজ্জল হোসেন, নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের (সাবেক) কাউন্সিলর মো. সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়ারপোর্ট থানার যুব বিভাগের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিন্টু আলী।
তাফসীরুল কুরআন মাহফিলে সার্বিক পরিচালনায় ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এয়ারপোর্ট থানার যুব বিভাগের সাধারণ সম্পাদক মো. দ্বীপ ইসলাম।