সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
পবায় প্রতিপক্ষের গুলিতে নিহত যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর পিতা আলাউদ্দিন এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বাদ আসর উপজেলার নওহাটা পৌরসভার ভুগরইল গ্রামে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ইসলাম রফিক, সাবেক সভাপতি ও নওহাটা পৌর সাবেক মেয়র শেখ মো. মকবুল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক-২ মিজানুর রহমান, বড়গাছি ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সোহেল রানা, বিএনপি নেতা গোলাম মুর্তজা, আব্দুল হামিদ, নাজির উদ্দিন মোল্লা, মনির হোসেন, ওয়াদুদ হাসান পিন্টু, আলেফ উদ্দিন, নওহাটা পৌর সাবেক কাউন্সিলর মকছেদ আলী, আবু সুফিয়ান ও জিন্নাত আলী, বিএনপি নেতা মনিরুজ্জামান দুলাল, আজাদ আলী, সুজন আলী প্রমুখ।
জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন মিন্টুর বাবা আলাউদ্দিন। গুলিটি তার কোমরে লেগেছিল। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ৩টার দিকে তিনি অপারেশন থিয়েটারে মারা যান।