শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য মেয়েদের দক্ষ, যোগ্য উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো স্থানীয় গার্লস গাইড ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন পবা অঞ্চল। মঙ্গলবার (১২ নভেম্বর) দিনব্যাপী গাইড হাউজ মাঠ প্রাঙ্গনে এই ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন পবা উপজেলার উপদেষ্টা মো. সোহরাব হোসেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন, গার্লস গাইড নারীদের দ্বারা পরিচালিত একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও আন্তর্জাতিক যুব আন্দোলন। গার্লস গাইড ক্যাম্পের মাধ্যমে বালিকা, কিশোরী, তরুণী ও যুবানেত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে বয়স ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয় । এ ধরনের প্রশিক্ষণ নারীদের শারিরীক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি,তাঁর মানসিক গুণাবলীর বিকাশ, চিন্তাশক্তির উৎকর্ষতা সাধন ও সচেতনতা বৃদ্ধির পরিচর্যার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির নারী এতে অংশগ্রহণ করে থাকেন। এটি আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে মেয়েদের যোগ্য হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়াও এটি মূলত শিক্ষা-প্রতিষ্ঠানসমূহে উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম হিসেবে পরিচালিত হয়।
এসময় শিক্ষার্থীদের কে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করে তিনি বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সর্বোপরি রাষ্ট্রের ক্ষতিসাধন করে থাকে। একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা বলেছিলেন প্রখ্যাত মনীষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। অথচ আজ এত বছর পরেও আমাদের অনেক মেয়ে উপযুক্ত এবং যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত হয় যার অন্যতম প্রধান কারণ হচ্ছে বাল্যবিবাহ। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্য বিবাহ একটি বড় বাঁধা।
তিনি আরো বলেন, বাল্য বিবাহ একদিকে রাষ্ট্রের আইন লংঘন, অন্যদিকে অজান্তেই বাল্য বিবাহের বর ও কনেকে তার ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়। বাল্য বিবাহ আমাদের জন্য অভিশাপ। জনসচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ থেকে দেশকে মুক্ত রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আহবান জানান, সুস্থ্য জীবনের জন্য আমরা কখনো বাল্য বিবাহে জড়ানোর। বাল্য বিবাহ প্রতিরোধের জন্য কল ফ্রি ৩৩৩ রয়েছে। এছাড়াও জরুরি সেবা পেতে ৯৯৯-এ কল দিলেও প্রশাসন সাহায্য করবে।
এসময় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন পবা অঞ্চলের স্থানীয় কমিশনার সুফিয়া খাতুন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন রাজশাহীর আঞ্চলিক কমিশনার সিরাজুম মুনিরা,গার্লস গাইডের রাজশাহী জেলা কমিশনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। এছাড়াও ক্যাম্পে গাইড, রেঞ্জার, গাইডার, কমিশনারসহ মোট ২৫০ জন গাইডার অংশগ্রহণ করেন।#