পবায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নওহাটা পৌরসভা, রানার্সআপ বড়গাছী ইউনিয়ন

আপডেট: আগস্ট ১, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীর পবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলার উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

বুধবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলায় টাইব্রেকারে নওহাটা পৌরসভা দল ৪-২ গোলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছে বড়গাছী ইউনিয়ন দল। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় উপজেলার ১০টি দল অংশ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত- এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বড়গাছী ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসাইন সাগর।

প্রধান অতিথি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। কেননা খেলাধুলার মাধ্যমে সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া সম্ভব। এক্ষেত্রে ক্রীড়াঙ্গন যদি আলোকিত হয় বাংলাদেশ আলোকিত হবে।

আমাদের তরুনদের কাছে প্রত্যাশা, তোমরা খেলাধুলার পাশাপাশি নিজেদের শিক্ষা জীবনকেও উজ্জ্বল করবে এবং মাদকের বিরুদ্ধেও গণসচেতনতা তৈরী করবে। আজকের এই চুড়ান্ত পর্বের খেলায় তোমাদের কাছে এই প্রত্যাশা। আর সুশৃঙ্খলভাবে খেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে যারা বিজয়ীদের অভিনন্দন জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মাননান, নওহাটা পৌরসভার কাউন্সিলর চেনভানু বেগম, কাউন্সিলর আজিজুল হক, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর মাসুদ পারভেজ, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, সাবেক সম্পাদক সোহাগ রহমান, সাবেক সম্পাদক নাজমুল হক, খেলা পরিচালনায় ছিলেন আকতার হোসেন, রেজাউল করিম রেজা, জানে আলম, গোলাম মোর্তজা বাদশা, ধারাভাষ্যে ছিলেন, শফিকুর রহমান বাবু, ও ইশারুল হক সহ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ