পবায় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১:৪০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


পবা উপজেলায় সূচনালগ্ন থেকেই সমাজের পিছিয়ে পড়া অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আচরণ পরিবর্তন করে কর্মমুখী শিক্ষাদানের লক্ষ্যে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন কাজ করছে।

সেই লক্ষ্যে ‘আমাদের সংস্কৃতি করি সংরক্ষন, বৈষম্য দুর হলে জীবনমান হবে উন্নত-উন্নয়ন’- প্রতিপাদ্যকে সামনে রেখে এই সংগঠনটি ২০০৩ সালের ১৫ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নওহাটা বাজারে অবস্থিত বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এসময় বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. মোস্তফা সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, উপদেষ্টা ফজলুর রহমান, পবা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার দুলাল মাহবুব, সহ-সভাপতি মো জাহিদ হাসানসহ বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ