পবায় বিনামূল্যে ৬ হাজার ৯৮০ কৃষক পেল সার ও বীজ

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
সোমবার (০৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম, অতিরিক্ত কৃষি অফিসার তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মুকবুল হোসেন, শাহানুর রহমান, জালাল উদ্দিন দেওয়ান, মেহের নেগার, মাহমুদা খাতুন সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৯৮০ (ছয় হাজার নয়শত আশি) জন এর মধ্যে গম ১৮০০ জন, ভুট্টা ৯০ জন, সরিষা ৪০০০ জন, চিনাবাদাম ১০০ জন, মসুর ৬৫০ জন, শীতকালীন পেঁয়াজ ১৫০ জন, খেসারি ১৫০ জন ও অড়হর ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পযায়ক্রমে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version