শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:পবা উপজেলার নওহাটা পৌরসভার এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের (সাবেক) সদস্য মো. মনিরুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় ঈশ্বরদী মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নওহাটা পৌরসভা প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামকে পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।
এরপর রাত সাড়ে ৯টায় নওহাটা কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মাদ্রাসা পাড়া কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অভিজিত সরকার ও নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।