পবায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


পবার কাটাখালী পৌরসভার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাকিব আনজুম ও শহীদ আবু রায়হান সহ সকল শহীদদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কাটাখালী জুটমিল মাঠে কাটাখালী ফুটবল একাডেমি বনাম রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।



এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার বিভাগের এডিসি এটিএম মাইনুল ইসলাম, রাজশাহী জুট মিলের ডিজিএম শরিফুল কবির, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. নূরুল হক, ইসলামিয়া ডিগ্রি কলেজ অধ্যাপক মো. আব্দুল হাই, বিশিষ্ট ক্রিয়া সংগঠক অধ্যাপক শফিউল আযম বাবু, বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. জিয়াউল হক, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক হারুণ-অর-রশিদ, কাটাখালী থানা ছাত্র সমাজ নাহিদুল ইসলাম সাজু।

এ বিভাগের অন্যান্য সংবাদ