সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
পবায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় অভিযানে একটি এস্কেভেটর মেশিন অকেজো করাসহ ৩টি ট্রাক্টর জব্দ করা হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে বড়গাছির ভালাম এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত অভিযান পরিচালনা করে একটি এস্কেভেটর মেশিন অকেজো করেন।
এর আগে, শনিবার (২৫ মে) দিবাগত রাতে বড়গাছী ইউনিয়নের ভালাম এলাকায় রাতের আঁধারে মাটি পরিবহনের সময় ৩টি ট্রাক্টর জব্দ করেছে আরএমপি’র পবা থানার পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে এস্কেভেটর ও ৩টি ট্রাক্টর দিয়ে বড়গাছী ইউনিয়নের ভালাম এলাকায় একটি পুকুর থেকে মাটি উত্তোলন ও পরিবহন করার খবর পায় উপজেলা প্রশাসন। রাতে তাৎক্ষণিক পবা থানার অফিসার ইনচার্জকে আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার। পুলিশের টহল টিমের উপস্থিত টের পেয়ে মাটি কাটার কাজে জড়িতরা ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ৩টি ট্রাক্টর জব্দ করে আরএমপি’র পবা থানার পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।