পবায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে গণহত্যা দিবস পালিত

আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:পবা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভার মধ্যদিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বর প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

এর আগে, শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানের শুরুতে এক মিনিট দাঁড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা-প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ-কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন-কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা পল্লী উন্নয়ন-কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক-কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ