পবায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদের দাফন সম্পন্ন

আপডেট: নভেম্বর ১, ২০২৪, ৯:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীর পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়ন পরিষদের (সাবেক) তিন বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হারুন-অর-রশিদ (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।



বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পবার দেবেরপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এসময় পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বাদ জোহর দেবেরপাড়া ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় তিনি জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আরএমপির কর্ণহার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজার নামাজ শেষে দেবেরপাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা নামাজে শরীক হন- হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, পবা থানা জামায়াত ইসলামীর আমীর আব্দুর রহিম, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম কামরুজ্জামান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ, সাংবাদিক ও মরহুমের হিতাকাক্ষিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ