রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:পবায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬শো অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৭ এপ্রিল) দুপুরে পবা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আবু বাশির।
উল্লেখ্য, পবায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ, ১ কেজি তেল, ১০০ গ্রাম মরিচ ও ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া বিতরণ করা হয়।