পবার ইউএনও’র উদ্যোগে চরাঞ্চলসহ ১৯টি এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

আপডেট: জানুয়ারি ২৪, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পবা উপজেলার ১৯টি এতিমখানায় সৌদি আরব সরকারের পাঠানো দুম্বার মাংস বিতরণ করেছেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে ১৯টি এতিমখানায় ৫৫০ কেজি দুম্বার মাংস বিতরণ করা হয়।

এসময় পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশিরসহ সংশ্লিষ্ট এতিমখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘পবা উপজেলার অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য সৌদি আরব সরকারের পক্ষ থেকে ২২ কার্টন দুম্বার মাংস পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী দুম্বার মাংস এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া আছে। সেই অনুযায়ী উপজেলায় তালিকাভূক্ত ১৯টি এতিমখানায় এ মাংস বিতরণ করা হয়েছে।’

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আবু বাশির জানান, পবা উপজেলায় ২২ কার্টন মাংস বরাদ্দ দেওয়া হয়। ২৩ জানুয়ারি উপজেলা পরিষদে বরাদ্দ দেওয়া এ মাংস আসে। প্রতিটি কার্টনে প্রায় ২৫ কেজি করে মাংস আছে। সে হিসাবে ২২ কার্টনে ৫৫০ কেজি মাংস ছিল। গত রাতেই দুম্বার মাংসের কার্টনগুলো বিতরণ করা হয়।

চরাঞ্চলের এতিমখানা’র শিক্ষক বলেন, গতকাল রাতে ইউএনও মহোদয় ২ প্যাকেট মাংস এতিমখানায় দিয়েছেন। সেখানে প্রায় ৫০ কেজি মাংস ছিল। সেগুলো রান্না করে, মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের খাওয়ানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ